রাশিয়ার একজন মেজর জেনারেল সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দেইর আয-যোরের প্রাদেশে ত্রাণ বিতরণ শেষে ঘাঁটিতে ফিরছিল তিনি। এ সময় হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তী সময় মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।
বোমা হামলার ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না, কারণ এটি রাশিয়ার মর্যাদার বিষয়।
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস সক্রিয় রয়েছে। কিন্তু রাশিয়া ধারনা করছে, এ ঘটনার জন্য আইএএস নয় বাশার আল আসাদের বিদ্রোহী বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে। অন্যদিকে রাশিয়া গত মাসে ওই এলাকার পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক করেছিল।
২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এখন পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।