প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোঁয়ায় লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত। এর মধ্যেই সিঁদুরে মেঘ দেখাল মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়। ওই দেশের গবেষকরা করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি বা স্ট্রেনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যা নাকি বর্তমান করোনা ভাইরাসের থেকেও ১০ গুণ শক্তিশালী বা ছোঁয়াচে। আক্ষরিক অর্থে যাকে বলা যায় ‘সুপার স্প্রেডার’।
খোদ মালয়েশীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল নুর হিশাম আবদুল্লা গত শনিবার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সদ্য খোঁজ মেলা ‘ডি৬১৪জি’ নামের এই নতুন ‘স্ট্রেন’টি ১০ গুণ বেশি ছোঁয়াচে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ অবশ্য দাবি করেছে আতঙ্কিত হবার মতো কিছু হয়নি। হু-এর দাবি, এই ‘স্ট্রেন’টি যে অনেক গুণ বেশি সংক্রামক, এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ মেলেনি। ইউরোপ ও আমেরাকার বিজ্ঞানীদের একাংশও স্বীকার করেছেন এই নতুন প্রজাতির করোনা ভাইরাসের কথা। তাঁদের দাবি আরও মারাত্মক। গবেষণায় থাকা সম্ভাব্য সমস্ত করোনা ভ্যাকসিন এই নতুন প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্ষম হতে পারে।
এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীদের একাংশ। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় দাবি করেছে, সে দেশে এখনও পর্যন্ত করোনার নতুন প্রজাতি ‘ডি৬১৪জি’-এর তিনটি ঘটনা পাওয়া গিয়েছে। যাদের মধ্যে একজন ভারত থেকে ফেরা রেস্তোরাঁ ব্যবসায়ী ও দুজন ফিলিপিন্স ফেরত। ফলে ভারতও এই সম্ভাব্য বিপদ নিয়ে চিন্তিত।