ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইরানের জনগণ ও সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে এমনটাই বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ বাকেরি।
তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা সাম্প্রতিক দিনগুলোতে দেখছি যে, সংযুক্ত আরব আমিরাতের সরকার এবং শিশু হত্যাকারী ইসরাইল সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যা মহা বিপর্যয়। এ দুঃখ সীমাহীন এবং ভাষায় প্রকাশ করা যায় না।”
তিনি রোববার ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন। জেনারেল বাকেরি বলেন, অবধারিতভাবে ইরানের জনগণ প্রতিবেশী এই দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে এবং নানা হিসাব নিকাশের ভিত্তিতে ইরানের সামরিক বাহিনী কাজ করবে।
ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পারস্য উপসাগরীয় এলাকায় সম্ভাব্য যেকোনো ছোটখাটো ঘটনার দায় আরব আমিরাতকে নিতে হবে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বিষয়ে সামান্যতম ঝুঁকি দেখা দিলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সুত্রঃপার্সটুডে।