সিনহা হত্যা মামলায় প্রত্যক্ষদর্শিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা। তাদের কে বেশ কয়েকবার পুলিশের পোশাকে বা সাদা পোশাকে এসে হুমকি দেওয়া হয়। হামলার প্রত্যক্ষদর্শি ও মামলার অন্যতম সাক্ষি সামলাপুর বাইতুন নুর জামে মসজিদ এর ইমাম বলেন,” সাক্ষি দেওয়ার পর থেকেই বেশ কয়েকবার সাদা পোশাক এবং পুলিশের ড্রেসে এসে দেখে নিবে বলে আমাকে হুমকি দেয়। এই সব ঝামেলায় আমাকে না জড়াতে বলতেছে তারা। মামলার অন্য প্রত্যক্ষদর্শি একই মসজিদের রোহিঙ্গা মুয়াজ্জিন মোহাম্মদ আমিন ঘটনার পর দিন থেকেই নিখোঁজ বলে দাবি করেন তার স্ত্রী। তার স্ত্রী জানান সে ঘটনা পর দিন বাসা থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ জানেন না পরিবার। এরই মাঝে তাদের বাড়িতে বেশ কয়েকবার পুলিশ মোহাম্মদ আমিন এর খোঁজ নিতে আসে। এবং বাড়ির ভিডিও করে নিয়ে যায়। এরই মাঝে আরেক প্রত্যক্ষদর্শি সি এন জি ড্রাইবার মোহাম্মদ কামাল এর বাড়িতে হামলা করে তার বাড়ির দরজা ভেঙ্গে ফেলার অভিযোগ করেন তিনি। প্রত্যক্ষদর্শি এবং অভিযোগকারিরা বলছেন সবার বাড়িতে এস আই অরুন কুমার চাকমার নেতৃত্বে পুলিশ গিয়ে হামলা হুমকি দিয়ে আসে।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি