কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার গভীর রাতে এই অভিযান চালায় বিজিবি। উদ্ধার করা এই ইয়াবার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা বলে জানান বিজিবি।
লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক) শনিবার রাতে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ১৫ আগস্ট শনিবার রাতে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। অন্যদিকে চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা ৫টি বস্তা ফেলে খালের ওপর পার্শ্বে দিয়ে কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতর হতে তিন লাখ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে পরে ইয়াবা কারবারিদের আটকের জন্য ওই এলাকায় ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে রাতভর তল্লাশি অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি।