ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: শৃংখলা,শান্তি,প্রগতি কালীগঞ থানা পুলিশের মূলনিতি, উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে ওপেন হাউস ডে পালিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম বলেছেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়,পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে! পুলিশকে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
সোমবার (২৮ জানুয়ারী) বেলা ১২ সাড়ে লালমনিরহাটে কালীগঞ্জ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের সভাপতিত্বেতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরো বলেন,পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন,তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,কালীগঞ্জ থানার (তদন্ত ওসি) আনোয়ার হোসেন, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজের সহকারী অধ্যাপক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,সেমাজ সেবক ও বিশিষ্ট ঠিকাদার আবু তালেব মিলু, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজান মাষ্টার,দলগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ আব্দুল জব্বার,প্রমুখ
এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।