এবার করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য ইন্দোনেশিয়াকে বেছে নিল চিনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোভ্যাক বায়োটেক। প্রথমে বাংলাদেশকে প্রস্তাব দেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদাসীনতায় ইন্দোনেশিয়াকে বেছে নিল চীন। আগামী সপ্তাহেই ইন্দোনেশিয়ায় সংস্থার তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হচ্ছে।
মানবদেহে তৃতীয় দফার ট্রায়ালে চিনের সংস্থার সহযোগী হিসেবে কাজ করবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়ো ফার্মা। বানডুংয়ের পাজ্জাজারান বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক কুসনান্দি রুসমিল জানিয়েছেন, আগামী ১১ অগস্ট থেকে ১ হাজার ৬২০ জন স্বেচ্ছাসেবক ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবেন। তাদের সবার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে।
ইন্দোনেশিয়ার আগে বাংলাদেশে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল চালানোর জন্য আবেদন জানিয়েছিল সিনোভ্যাক। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ভ্যাকসিনের ট্রায়াল চালানোর অনুমোদনও দিয়েছিল। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল বাংলাদেশের ৪ হাজার ২০০ জন চিকিৎসা কর্মীর উপরে ট্রায়াল চালানো হবে। আর সেই প্রক্রিয়া চালানোর দায়িত্বে ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র।
কিন্তু বিএমআরসি অনুমোদন দেওয়ার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান চীনের সংস্থার তৃতীয় দফার ট্রায়াল নিয়ে যে যুক্তি দেখিয়েছেন, তার কোনও মাথামুণ্ডু নেই।
বাংলাদেশে তৃতীয় দফার ট্রায়াল অনিশ্চিত বুঝতে পেরেই অন্য দেশের সঙ্গে আলোচনা শুরু করে দেন সিনোভ্যাকের শীর্ষ আধিকারিকরা। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া সরকার তৃতীয় দফার ট্রায়াল নিয়ে আগ্রহ দেখায়। পূর্ব এশিয়ার মধ্যে করোনায় সর্বাধিক মানুষ মারা গিয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে এখনও পর্যন্ত অন্তত ১ লাখ ১৬ হাজার ৮৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গিয়েছেন ৫ হাজার ৪৩২ জন।
পাজ্জাজারান বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক রুসমিল সংবাদ সংস্থা ‘রয়টার্স’কে জানিয়েছেন, ইতিমধ্যেই ৮০০ জন স্বেচ্ছাসেবককে ট্রায়ালের জন্য চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে। অর্ধেক স্বেচ্ছাসেবকদের ছয় মাস ভ্যাকসিন দেওয়া হবে, বাকিরা সাধারণ প্লাসেবো (স্যালাইন জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ) গ্রহণ করবেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রী এরিক থোহির জানিয়েছেন, সিনোভ্যাকের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে বছরে ২৫ কোটি ডোজ তৈরি করতে পারবে বায়ো ফার্মা। সুত্রঃ দিজ মোমেন্ট।