আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনার কারণে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে এবার পালন করতে হচ্ছে পালিত হচ্ছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে এবার হজও পালন করছেন মাত্র ১০ হাজার মুসুল্লি।
মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে জামারাতে নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। পরে মিনার উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে প্রতিকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য দেবেন পশু কোরবানি। এরপর মাথা কামিয়ে তওয়াফ করবেন হাজিরা।
প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিলেও করোনা মহামারির কারণে এবার হজে অংশ নিতে পেরেছেন মাত্র ১০ হাজার।
করোনার প্রাদুর্ভাবে নীরব রাস্তা, বন্ধ সেলুন, আর লম্বা লাইন ছাড়া চকলেটের দোকান নিয়ে অনেকটাই ঈদুল ফিতরের মতই এবারও ঈদ কাটাতে হবে সৌদি আরবে ও মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের।