২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আমানুল ইসলাম চৌধুরী মারা গেছেন। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। উত্তরায় জানাজা শেষে তাকে বাদ এশা দাফন করা হবে।
তার ছেলে মহিবুল আমানুল জানান, ‘কিছুদিন আগে বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। শারীরিক তেমন জটিলতা অবশ্য ছিল না। কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হার মানতেই হলো!’
২০০১ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আমানুল ইসলাম চৌধুরী। সেই সময় প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের অধীনে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সড়ক ও রেল যোগাযোগ, পানি সম্পদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনটা ছিল তার বেশ বর্ণাঢ্য। চট্টগ্রাম বন্দর এবং ঢাকা বিদ্যুৎ সরবরাহ কৃর্তপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার পদেও চাকরি করেছেন। বেসরকারি খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইউনিক গ্রুপের উপদেষ্টা এবং ঢাকা ওয়েস্ট ইন হোটেলের পরামর্শকও ছিলেন এই কীর্তিমান।