বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নাম। চলতি বছরের জন্য বুদ্ধিজীবীর এ তালিকা করেছে ব্রিটেনভিত্তিক ম্যাগাজিন প্রসপেক্ট।
গত ১৪ জুলাই ম্যাগাজিনটিতে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করার ক্ষেত্রে মেরিনা দারুণ অবদান রেখেছেন। এই অবদানই তাকে স্বীকৃতিটি এনে দিয়েছে।
ম্যাগাজিনটি আরো জানায়, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবন নির্মাণের প্রথম সারিতে রয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি পৃথিবীর জন্য উপযুক্ত নকশার ওপর নিয়মিত কাজ করছেন। সম্প্রতি তিনি স্থানীয় কাঁচামাল ব্যবহার করে কম ওজনের ঘর নির্মাণের সফলতা দেখিয়েছেন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় টেরাকোটা ইট দিয়ে নির্মিত বায়তুর রউফ মসজিদের নকশাও করেন মেরিনা। ওই মসজিদ বন্যা প্রতিরোধক। নকশাটি রীতিমতো সুলতানি আমলের কথা স্মরণ করিয়ে দেয়। ওই মসজিদটির স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার জিতেছে।
আগা খান পুরস্কারকে স্থাপত্যের দুনিয়ায় অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। এর আগে বাংলাদেশের তিনটি স্থাপত্য এ পুরস্কার জিতলেও সেগুলোর স্থপতি ছিলেন বিদেশি। বেশ কয়েকবার বাংলাদেশি স্থপতিরা এ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলেও পাওয়া আর হয়ে ওঠেনি।
এছাড়া আরেক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর সঙ্গে মিলিতভাবে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘরের নকশা করেন মেরিনা।
২০১৫ সাল থেকে মেরিনা তাবাসসুম নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান আর্কিটেক্টস (এমটিএ) পরিচালনা করছেন। বিশ্বের বিভিন্ন দেশ কতটুকু ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তা নিয়ে গবেষণা করে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এছাড়া মেরিনা কাউন্টার পাঞ্চ ও থট জার্নালের নিয়মিত লেখক।