প্রাণঘাতী করোনা ভাইরাস বিষয়ক দুটি নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’ স্বাস্থ্য অধিদপ্তরকে। এ দুটি নির্দেশনা হলো, এখন থেকে করোনা রোগী শনাক্তের ফলাফল ৭২ ঘণ্টার মধ্যে দিতে হবে এবং ৫০ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়, পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে জানানো হয় কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাচ্ছে। এ ক্ষেত্রে ফল দ্রুত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
আরেক চিঠিতে বলা হয়, প্রবীণেরা কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তাঁরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারছেন না। ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ কারণে ৫০ থেকে ৬০ বছরের বয়সী ব্যক্তিদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তবে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণদের বিষয়ে এ নির্দেশনায় কিছু বলা হয়নি।