হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৪ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন এক কৃষক উদ্বুদ্ধকরণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বাচোর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রাজোর ব্লকের ৫০ জন কৃষককে নিয়ে বারিগম ফসল-৩০ এর মাঠ দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও আলতাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মনিটরিং অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাচোর ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার, শামীমা আকতার, উপ- সহকারি কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। মাঠ দিবস কার্যক্রম অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল হক।