জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে তেজগাঁও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ডেকে আনা হয়। এরপর সন্তোষজনক জবাব না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান হারুন অর রশিদ।টেস্ট না করেই করোনার রিপোর্ট নিয়ে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদফতর।