এবার ফেসবুক মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে। কোম্পানিটির পলিসি মেকিং এ জড়িত এক ব্যক্তি এই কথ্য জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে এখনও আলোচনা চলছে। ব্লুমবার্গ
নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য ভরা পোস্টও নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। গত মার্কিন নির্বাচনে ফেসবুককে ব্যবহার করে ভোটারদের নেতিবাচকভাবে প্রভাবিত করার অভিযোগ উঠেছিলো। ফেসবুক এই সিদ্ধান্ত নিলে এটি হবে একটি বড় ঘটনা। কারণ এর আগে যুক্তরাষ্ট্রে এই ধরণের সিদ্ধান্ত নেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সিএনএন।
ফেসবুক সাধারণত রাজনীতিবীদের প্রচারণায় নাক গলায় না। কিন্তু বিভিন্ন সময়ে এতে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন মহল থেকে এর আগেই এই সিদ্ধান্ত নেবার অনুরোধ উঠেছিলো। ফক্স নিউজ।
এর আগে বিশ্বের অধিকাংশ দেশে নির্বাচনের আগে বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিলো ফেসবুক। যুক্তরাজ্যেও এই ধরণের উদ্যোগ নেয়া হয়েছিলো। তবে এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি ফেসবুক মুখপাত্র।