নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরো ১৯ জন। তবে নিখোঁজদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে উদ্ধারকারীরা।
দেশের প্রধান সংবাদপত্র ‘কাঠমান্ডু পোস্ট’ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কাস্কি ও লামজং সহ একাধিক জেলায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর সেই বর্ষণের জেরে একাধিক জায়গায় ভূমিধস নেমেছে। কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন।
ঝাজরকোট জেলায় ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে ১২ জন নিখোঁজ হয়েছেন। মায়াগড়ি জেলায় আরও একটি বাড়ি ধসে ৭ জন নিখোঁজ হয়েছেন। কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেশের পশ্চিমাঞ্চলের যোগীমারায় পৃথ্বী সড়কও বন্ধ হয়ে পড়ছে। নারায়ণি সহ দেশের প্রধান নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। তার মাঝেই দুংসংবাদ শুনিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিনদিন একটানা বৃষ্টি চলবে।