লাদাখ সীমান্তের গালওয়ান ও হট স্প্রিংসের ১৫ নম্বর টহলদারি পয়েন্টে অস্থায়ী শিবির ও সেনাবাহিনী সরানোর প্রক্রিয়া শেষ করেছে চীন।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চীনা সেনারা প্রায় ২ কিলোমিটার সরে গিয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবার গোগরা থেকে চীনা সেনা সরানো হবে। পানগং লেকেও ফিঙ্গার ৪ এলাকায় চীনা বাহিনীর তাঁবু ও গাড়ি সরানো হয়েছে। উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে তা।
গোগরা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল মঙ্গলবার। সোমবার থেকেই চীনারা তাদের তৈরি কাঠামোগুলি ভাঙতে শুরু করেছিল।
পারস্পরিক সমঝোতা অনুসারে দুই দেশই সংঘাতের জায়গা থেকে ১ থেকে দেড় কিলোমিটার পিছনে চলে গিয়েছে। পূর্ব লাদাখের একাধিক জায়গা থেকেই সীমিত সংখ্যার সেনা প্রত্যহার করেছে চীন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র ফোনে কথার পর থেকেই দ্রুত সেনা সরানোয় সম্মত হয়েছিল দুই দেশই। সুত্রঃ কলকাতা নিউজ।