মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান আবদুল্লাহ। বৃহস্পতিবার নতুন রাজা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। আগের রাজা হঠাৎ করে পদত্যাগ করার পর পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহকে রাজা হিসেবে পেল মালয়েশিয়াবাসী।
জানা গেছে, দেশটির শাসকদের একটি কনফারেন্সে আবদুল্লাহ সুলতান আহমদ শাহকে মালয়েশিয়ার রাজা হিসেবে নির্বাচন করা হয়। সেখানে প্রতিবার নতুন রাজা নির্বাচনের প্রথা চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ সিংহাসন পেলেন।
মালয়েশিয়া জনপ্রিয় গণমাধ্যম মালয় মেইলের খবরে বলা হয়, এর আগে দেশটির রাজা হিসেবে ছিলেন পঞ্চম সুলতান মুহাম্মদ। তিনি পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় এসে মাত্র দুই বছর কাটিয়ে ৬ জানুয়ারি পদত্যাগ করেন। দেশটির ইতিহাসে কোনো রাজার পদত্যাগের ঘটনা এই প্রথম।
তবে বিদায়ী রাজার পদত্যাগের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গত নভেম্বরে সাবেক রাশিয়ান সুন্দরীকে বিয়ে করার পর তিনি এ ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, সমালোচনা এড়াতেই সিংহাসন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
সুলতান মুহাম্মদের খেলাধুলার প্রতি তীব্র অনুরাগ ছিল। তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাউন্সিল মেম্বার ছিলেন। এ ছাড়া এশিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন পঞ্চম সুলতান মুহাম্মদ।
সূত্র : এন টি ভি