পাকিস্তানের কারাগারে প্রায় আট মাস আটক থাকা ৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরইমধ্যে তাদের দেশে ফেরাতে পাকিস্তানের মিশনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, ওমান সাগর থেকে মাছ ধরতে ধরতে ৮ বাংলাদেশি জেলে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেন। সে সময় পাকিস্তানের নৌবাহিনী তাদের আটক করে। এটা গত অক্টোবর মাসের ঘটনা। আমরা পরে তাদের খোঁজখবর নেই।
তিনি বলেন, পাকিস্তানে বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য। তাদের শাস্তি শেষ হয়েছে। ফ্লাইট পেলেই তারা দেশে ফিরে আসবেন।
কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের করাচির লান্ধি কারাগারে থাকা আট বাংলাদেশি ওমানে ওয়ার্ক ভিসা নিয়ে মাছ ধরার কাজ করত। গত বছরের অক্টোবরে ওমান-পাকিস্তান সমুদ্রসীমার কাছে মাছ ধরছিল তারা। এ সময় ইঞ্জিন অকেজো হয়ে পড়লে স্রোতে ভেসে পাকিস্তানের জলসীমায় নৌকাটি চলে আসে। এক্ষেত্রে বাংলাদেশি জেলেদের কোনো কিছু করার ছিল না। এরইমধ্যে তারা তাদের শাস্তি ভোগও করেছে।