হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে- সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ গড়তে ও করোনা প্রার্দুভাব মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় আইনের সেবা পৌচ্ছে দিতে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। এ কার্যক্রমের অংশ হিসাবে ৬ জুলাই সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমিরুল ইসলাম, সাব ইন্সপেক্টর আহসান হাবিব, ইউপি সচিব দবিরুল ইসলাম, সকল ওযার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, এই বিট পুলিশিং কার্যালয় থেকে একজন সাব ইন্সপেক্টর ও একজন সহকারি সাব ইন্সপেক্টর দায়িত্বে থেকে ইউনিয়নের সকল প্রকার অপরাধ নির্মূল ও শান্তি স্থাপনে ভূমিকা পালন করবেন।