জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শায়খুল হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) আর নেই। আজ সোমবার তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার (৬ জুলাই) বিকাল ৫টায় হাসপাতালে নেওয়ার পথে মুফতি ওবাইদুল হক নঈমী মারা যান। আল্লামা নঈমীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ ছাড়াও হৃদরোগে ভুগছিলেন। কয়েকদিন আগে ফজরের নামাজের অজু করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন। সোমবার বিকেলে হঠাৎ তার রক্তচাপ বেড়ে গেলে তাকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মুফতি ওবাইদুল হক নঈমী ১৯৭৬ সাল থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে নিয়োজিত ছিলেন।
আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আল্লামা নঈমীর মৃত্যুতে শোক বিবৃতিতে প্রখ্যাত আলেম ওলামারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৭ জুলাই) জোহর নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।