প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, বেড়ে চলেছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছেন এবং ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এই পর্যন্ত দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এতে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৭ জন।এদিকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪৪। এ নিয়ে মোট ৫৯ হাজার ৬২৪ জন সুস্থ হলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা ২৭,৩৩৫, চট্টগ্রাম ৭,৪৬৬, নারায়ণগঞ্জ ৫,০২১, গাজীপুর ৩,২৭০, কুমিল্লা ৩,০৭৪, বগুড়া ২,৭১৩, কক্সবাজার ২,৩৫০, সিলেট ২,২৫০, নোয়াখালী ২,০১৩, মুন্সীগঞ্জ ১,৯৪৪, ফরিদপুর ১,৮২৭, ময়মনসিংহ ১,৬১৩, খুলনা ১,৫৫১, বরিশাল ১,৩৭৮, নরসিংদী ১,২৮০, কিশোরগঞ্জ ১,০৮৩, সুনামগঞ্জ ৯৫৯, রংপুর ৮৩৫, চাঁদপুর ৮০৫, ফেনী ৭৮৬, লক্ষ্মীপুর ৭৬৮, ব্রাহ্মণবাড়িয়া ৭৩৩, মাদারীপুর ৬৬৬, গোপালগঞ্জ ৬০৯, হবিগঞ্জ ৫৮৫, মানিকগঞ্জ ৫৬৮, দিনাজপুর ৫৬৩, জামালপুর ৫৪২, কুষ্টিয়া ৫৩৫, টাঙ্গাইল ৫২৮, যশোর ৫১৪, রাজশাহী ৫১৩, শরীয়তপুর ৪৭২, নেত্রকোনা ৪৫৭, পাবনা ৪৩০, মৌলভীবাজার ৪১৪, রাজবাড়ী ৩৮৯, নওগাঁ ৩৮৪, সিরাজগঞ্জ ৩৬৯, নীলফামারী ৩২৭, জয়পুরহাট ৩২৪, পটুয়াখালী ৩১৬, বান্দরবান ২৬৬, গাইবান্ধা ২৩৬, ভোলা ২৩৬, শেরপুর ২৩৫, রাঙ্গামাটি ২২৩, চুয়াডাঙা ২০৫, ঠাকুরগাঁও ১৯৬, ঝালকাঠী ১৯৩, খাগড়াছড়ি ১৮৮, বরগুনা ১৭৯, বাগেরহাট ১৬৬, ঝিনাইদহ ১৬৫, সাতক্ষীরা ১৫৯, নাটোর ১৫৮, পিরোজপুর ১৫৫, নড়াইল ১৫৩, পঞ্চগড় ১৩২, কুড়িগ্রাম ১৩০, চাঁপাইনবাবগঞ্জ ৯৯, লালমনিরহাট ৭৬ ও মেহেরপুর ৫৯ জন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।