আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের আঘাতে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার (২৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমন্ড প্রদেশের একটি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় একে অপরকে দায়ী করেছে তালেবান ও আফগান সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ওই এলাকায় সোমবার তাদের কোনো উপস্থিতি ছিল না। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বাজারে আচমকাই রকেট এসে পড়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক পশু বিক্রেতা। এতে তার দুই ভাগ্নে মারা গেছে এবং ছেলে আহত হয়েছে বলে জানান তিনি।
তার কথায়, “আমি মাটিতে প্রায় ২০ টি লাশ পড়ে থাকতে দেখেছি। আহত আরও আনেক মানুষও ছিল।”
হেলমান্দ প্রদেশের কয়েকজন বাসিন্দা বলেছেন, বাজারটির আশেপাশের এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলার সময়ই এ রকেট এসে পড়েছে। সুত্রঃ রয়টার্স।