যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কানাডার রাজধানী অটোয়ায় তাপমাত্রা বেড়ে মাইনাস ২৪ থেকে মাইনাস ১৪ ডিগ্রিতে আসলেও তুষারপাত অব্যাহত রয়েছে। তীব্র তুষারপাতের কারণে কানাডার শীতকালীন উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। বৈরি আবহাওয়ার কারণে দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র নায়াগ্রা জলপ্রপাতে এখন অনেকাংশেই পর্যটকশূন্য।
যুক্তরাষ্ট্রেও তীব্র তুষারপাত অব্যাহত থাকায় মধ্য ও পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ, অফিস-আদালত। এর মধ্যেই দেশটির পূর্বাঞ্চলে তুষারে চাপা পড়ে গেলো দু’দিনে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এছাড়া ভারত, পাকিস্তান ও জাপানের বিভিন্নস্থানে তুষারপাতে দেখা দিয়েছে বিপর্যয়।