লিখন আহমেদ সিরাজগন্জ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিরাজগঞ্জ জেলায় বঙ্গুবন্ধু পশ্চিম টোল প্লাজায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ফেন্সিডিলসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হল- ১। মোঃ রাজু আহম্মেদ(২৩), পিতা- মোঃ মোজাম্মেল হক, ২। মায়া আক্তার রিনা প্রামানিক, স্বামী-মোঃ রাজু আহম্মেদ উভয় সাং- জুড়পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ আবু তালেব (৪৩), পিতা-মৃত সোবাহন প্রামানিক, সাং-পাড়া বাইলা, থানা- গাবতলী, জেলা- বগুড়া।
আজ র্যাব ১২ পক্ষ হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান, পিএসসি এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানাধীন বঙ্গুবন্ধু পশ্চিম টোল প্লাজা হইতে ১০০ মিটার পশ্চিমে রাস্তার উত্তর পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকাগামী দেশ ট্রাভেলস এর গাড়ী নং- ঢাকা মেট্রো ব-১৪-৬৯৭৩ এবং বগুড়া হইতে ঢাকাগামী একতা পরিবহনের গাড়ী নং- ঢাকা মেট্রো ব-১৪-২৭৭০ বাস দুইটিতে তল্লাশী করিয়া ১৮০ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইলসেট ও নগদ টাকাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১২ সদস্যগণ।
আরও জানান, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।