ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এন্ড রেড ক্রেসেন্ট সোসাইটিজ বলছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কক্সবাজারে তারা দুটো নতুন ফিল্ড হাসপাতাল খুলতে যাচ্ছে। এসব হাসপাতালে পার্শ্ববর্তী ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা করা হবে।
কক্সবাজারে দেড় হাজারেরও বেশি লোককে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৩৭ জন রোহিঙ্গা ক্যাম্পের। এসব ক্যাম্পে টেস্টিং সীমিত।
অনেক বিশ্লেষক মনে করেন রোহিঙ্গা ক্যাম্পে হয়তো আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরো বেশি কিন্তু টেস্টের অভাবে তারা শনাক্ত হন নি।
এসব ক্যাম্পে ১১ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী জনাকীর্ণ পরিবেশে বসবাস করে যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। খবরঃ বিবিসি বাংলা।