হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলাা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত ২০ জুন শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী নতুন করে ৬০ বছর বয়সী এক ব্যক্তি করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৭৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন এবং মারা গেছেন ২ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে – জেলার হরিপুর উপজেলার নতুন শনাক্ত ব্যক্তির বাড়ি উপজেলার ভবানন্দপুর গ্রামে। তিনি হরিপুর উপজেলার অবসর প্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আক্রান্তদের সকলেই স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানান।
প্রসঙ্গত সর্বশেষ তথ্যমতে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৬, বালিয়াডাঙ্গীতে ৪৪, হরিপুরে ৩১, পীরগঞ্জে ২৮, এবং রাণীশংকৈল উপজেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদরের ১ জনের মৃত্যু হয়েছে এবং রাণীশংকৈল উপজেলায় ঢাকা ফেরত ১ জনের মৃতের পর নমুনা সংগ্রহের পর ফলাফল পজেটিভ আসে।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক চলাফেরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ প্রদান করেন।