যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ যুবক রেশার্ড ব্রুক্স হত্যার ঘটনায় গুলি চালানো পুলিশ কর্মকর্তা গারেট রোলফের বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোলফে এরইমধ্যে বরখাস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ব্রুক্স হত্যা সম্পর্কিত মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তা ডেভিন ব্রসনান এই মামলায় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ার পরিকল্পনা করেছেন। যদিও তার বিরুদ্ধেও ব্রুকসকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাতে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে ওয়েন্ডিজ নামে একটি ফাস্টফুড রেস্তোরাঁর সামনে রেশার্ড ব্রুকসকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সেই রেস্তোরাটির বাইরে নিজের গাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় ওই ফাস্ট ফুড রেস্টুরেন্টের কর্মীরা অভিযোগ করে যে, ব্রুক্সের গাড়ি অন্য ক্রেতাদের পথে বাধা তৈরি করছে।
এমন অভিযোগ পেয়ে পুলিশ ব্রুক্সকে আটকের চেষ্টার সময় প্রতিরোধ করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই গুলিবিদ্ধ হন ব্রুক্স। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর মারা যান ব্রুক্স।
এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ব্রুকসের সঙ্গে দুই পুলিশকর্মীকে ধস্তাধস্তি করতে দেখা গেছে। তাদের হাত ছাড়িয়ে পালাতেও দেখা গেছে ব্রুকসকে। এরপর তাকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার শব্দও শোনা যায়।
এর আগে গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। এরপর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। দেশটির প্রত্যেকটি শহর-অঙ্গরাজ্য ছাড়িয়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকেও হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। বিবিসি।