জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট নিলামে বিক্রির অর্থায়নে বগুড়া করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য ৪ টি বুথ স্থাপন করা হয়েছে।
বুধবার (১৭জুন) বিকেলে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ বুথের উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন। এ সময় অনুর্ধ্ব জাতীয় দলের বিশ্বজয়ী ক্রিকেটার তানজীম তামিম, তাওহীদ হৃদয়সহ ক্রিকেটার সাবিত হোসাইন, ডা: সামির হোসেন মিশু উপস্থিত ছিলেন।
স্থাপিত ৪ বুথের মধ্যে একটি ডাক্তার সেফটি চেম্বারও রয়েছে। এর আগে মুশফিকুর রহিম বগুড়ায় ২০০ পিপিই প্রদান করেন। প্রতিদিন ৪ টি বুথে ১৫০ জনের নমুনা সংগ্রহ করা হবে।