প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে অসহায় এখন চট্টগ্রাম। এই দুঃসময়ে চট্টগ্রামের করোনা আক্রান্তদের সেবায় চট্টলার বীর সন্তান মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী নিজ উদ্যোগে বাকলিয়া কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে “মুক্তি আইসোলেশন সেন্টার” নামে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার স্থাপনের বাস্তবায়ন কাজ শুরু করেছেন।
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী সাহসী ডাক্তার, নার্স, শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
চট্টগ্রামবাসীর কামনা আল্লাহ রাব্বুল আলআমীন যেন বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে সুস্থ ও হেফাজতে রাখে এবং খুব দ্রুত আইসোলেশন সেন্টারের কাজ যেন শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল,রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএমএ কেন্দ্রীয় সহ সভাপতি ডা.শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নাসির উদ্দীন মাহমুদ,স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান।