মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ আইইডিসিআর থেকে মোবাইলে স্যারের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়েছে।
সাঈদ হায়দার বলেন, স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। স্যার এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। আমরা এখন সিএমএইচ-এ নিয়ে যাওয়ার কথা ভাবছি।
তিনি জানান, গতকাল করোনা পজিটিভ আসার পরই তাকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ।
মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ।