আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল উত্তর সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫সি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটেনের পূর্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে অনুশীলনের সময় সোমবার (১৫ জুন) স্থানীয় সময় সকালের দিকে মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
বিবিসি জানায়, ব্রিটিশ শহর সাফোকের এক ব্রিটিশ বিমান ঘাঁটি থেকে এফ-১৫সি নামে যুদ্ধ বিমানটি উড়াল দেয়। উড্ডয়নের অল্পসময়ের মধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। ওই যুদ্ধবিমানে শুধুমাত্র একজন পাইলট ছিলেন বলে মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে।
মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বিমান এফ-১৫সি ঈগল সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে উত্তর সাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
ইস্ট ইয়র্কশিয়র উপকূল থেকে ৭৪৮ নটিক্যাল মাইল (১৩৭ কিলোমিটার) দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একটি ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটের বরাত দিয়ে স্কাই নিউজ টেলিভিশন জানিয়েছে, উধাও হওয়ার আগে বিমানটি এলাকায় চক্কর দিয়েছিল।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন বিমান বাহিনী। যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে।