চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বিপিএল নিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর জামতলা এলাকা থেকে হাতেনাতে ওই ব্যক্তিদের আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, আমাদের কাছে ইদানীং খবর আসছে যে নগরীতে বিভিন্ন স্পটে অনলাইনে এবং অফলাইনে বাংলাদেশে যে এখন বিপিএল চলছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তরুণ বয়সের যারা, তারা কিছু আছে স্টুডেন্ট এবং নিম্ন আয়ের মানুষ, বিভিন্ন শ্রেণি পেশার, জুয়ায় একটা নেশার মতন জড়িয়ে গেছে এবং অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এখন গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযান শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা কোতোয়ালি থানাধীন ১৪ জামতলার একটা স্পট থেকে ১০ জনকে আটক করি। জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই জুয়া খেলার কথা স্বীকার করেন এবং সবাই নিম্ন আয়ের মানুষ বলেন ওসি। এদিকে সম্প্রতি জুয়া খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় মো. সাজ্জাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আগামী সপ্তাহ থেকে চট্টগ্রামে ষষ্ঠ বিপিএল আসরের খেলা শুরু হবে।
সূত্র : নিউজ একাত্তর ডট কম