টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনার (কোভিড-১৯) জেরে এই টুর্নামেন্টের উপর জমেছে আশঙ্কার মেঘ। আদৌ এ বছর মেগা এই টুর্নামেন্ট হবে কিনা এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। অবশ্য অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী নির্ধারিত সময়তেই বিশ্বকাপ করাতে আগ্রহী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বুধবার (১০ জুন) বৈঠকে বসতে চলেছে আইসিসি। আশা করা যাচ্ছে, এদিনই বিশ্বকাপের আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বময় সংস্থা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমে বাছাইপর্ব খেলতে হবে। এই ধাপ অতিক্রম করতে পারলেই টাইগাররা খেলতে পারবে মূল পর্বে। অবশ্য এর আগে ২০১৪ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাছাইপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। দুইবারই বাছাইপর্ব সফলভাবে অতিক্রম করে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।