প্রাণঘাতী করোনার ক্ষতি মোকাবিলায় দরিদ্র মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন অর্থবছরের জন্য ১৩ লাখ ৯৬ হাজার ৬শ’ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
গতকাল সোমবার (৮ জুন) সকালে, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট প্রস্তাব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাত।
প্রস্তাবিত বিকল্প বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ১২ লাখ ৬১ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বিকল্প বাজেটে অর্থনীতির নীতিগত সংস্কারের প্রস্তাবও করা হয়। আবুল বারাকাত তার বিকল্প বাজেটে বক্তব্য বলেন, করোনার কারণে ৬৬ দিনের সাধারণ ছুটিতে কর্মহীন হয়েছেন প্রায় সোয়া ৪ কোটি মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে বাজেট থেকে নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন তিনি।
এছাড়া ফেরিওয়ালা, চা দোকানদারি পেশার সঙ্গে জড়িত প্রায় ৪৭ লাখ মানুষের জন্য ২০ হাজার টাকা করে এককালীন প্রণোদনা দেয়ার প্রস্তাব করা হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য বিশেষ ঋণ দেয়ার প্রস্তাব করা হয়। বড় ঋণ গ্রহীতাদের ঋণ না দেয়ার বিষয়েও কঠোর হওয়ার তাগিদ দেয়া হয়।
বারাকাত বলেন, আমরা ১৩ লাখ ৯৬ হাজার ৬০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছি, যা বর্তমান সরকারের যে বাজেট চলছে তার তুলনায় ২ দশমিক ৪৭ গুণ বেশি। এটা জিডিপির প্রায় ৫৫ শতাংশ।
আবুল বারকাত বলেন, আমাদের এ বিকল্প বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ মোট বাজেটের প্রায় ৯১ শতাংশ জোগান দেবে রাজস্ব খাত।
বাজেটের ঘাটতি এক লাখ ৩৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘাটতি মেটাতে আমরা ব্যাংক ঋণ নেব না। সেই সঙ্গে কোনো বৈদেশিক ঋণ নেব না। কারণ ব্যাংক ঋণ সরকারের জন্য নয়। ঘাটতি পূরণ হবে বন্ড বাজার, পুরাতন সঞ্চয়পত্র ও সরকারি-বেসরকারি অংশীদারত্বে নতুন সঞ্চয়পত্র- এই তিন পথে। এর মধ্যে বন্ড বাজার থেকে ৭০ হাজার কোটি টাকা আনা সম্ভব, যা ঘাটতির প্রায় ৫২ ভাগ পূরণ করতে পারে। সঞ্চয়পত্র বিক্রি থেকে ৪০ হাজার কোটি টাকা আসতে পারে। একটা নতুন সরকারি-বেসরকরি অংশীদারত্বের সঞ্চয়পত্র থেকে ২৫ হাজার কোটি টাকা আসতে পারে বলে উল্লেখ করেন অর্থনীতি সমিতির সভাপতি।
এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতির পরামর্শ দিয়েছে অর্থনীতি সমিতি। ঋণের ভার কমানোর পাশাপাশি সম্পদশালীদের সম্পদ গরীবের মাঝে পুনবন্টন ও প্রয়োজনে টাকা ছাপিয়ে করোনা সংকট মোকাবেলা করার পরামর্শ দেয়া হয় বিকল্প বাজেট প্রস্তাবনায়।