হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ জুন বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা।
শিবদিঘী, যাত্রীছাউনি মোড় ও বন্দরের বিভিন্ন মোটরযান, দোকানপাট, মাস্ক বিহীন বিভিন্ন পথচারী, মনিটরিংসহ করোনা ভাইরাস বিস্তার রোধে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে উপর্যুক্ত অপরাধ ও বিকাল ৪ টার পর চা, হোটেল-মুদি দোকান, বিভিন্ন সো রুম, খোলা রাখার কারণে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন ১৮৬০ (২৫) (খ) ধারা মোতাবেক ১২টি দোকান মালিক ও ১১ জনকে মাস্ক না পরার অপরাধে ৮০০০/- টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন রাণীশংকৈল থানা পুলিশ।
করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।