চার বছরের বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা স্লো স্পিনার হরভজন সিং। সকলের প্রিয় ভাজ্জি আইপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নিলেও ভারতীয় দলে আর কামব্যাক-এর আশা করেন না। তাই ক্রিকেট ক্যারিয়ার পিছনে ফেলে তিনি এবার নতুন ইনিংস শুরু করছেন।
সকলের প্রিয় ভাজ্জি এবার সিনেমার নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন। তামিল চলচ্চিত্র ফ্রেন্ডশিপ-এ নায়কের ভূমিকায় দেখা যাবে ভাজ্জিকে। কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করছেন। এই সিনেমা হিন্দি ও পাঞ্জাবি ভাষাতেও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে সেই চলচ্চিত্রের পোস্টারও মুক্তি পেয়েছে।শেয়ার করেছেন ভাজ্জি নিজেও।
ছবিটি জন পল রাজ ও শাম সুন্দর পরিচালনা করেছেন যিনি এর আগে ‘চেন্নাইয়েল ওড়ু নাল ২’ এবং ‘অগ্নি দেবী’ করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন হরভজন। বহু বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছে। তবে বড় পর্দায় এই তার প্রথম কাজ ।
আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার সুবাদে চেন্নাই ও তার আশেপাশের অঞ্চলে ভাজ্জির প্রচুর ভক্ত রয়েছেন। ভাজ্জি তামিল ভাষাটাও রপ্ত করেছেন। সেটাই শেষ পর্যন্ত কাজে লেগেছে। ভারতীয় দলের কোনও ক্রিকেটার এর আগে কোনও সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেননি। তবে শ্রীসান্থের মতো ক্রিকেটারদের বড় পর্দায় অবশ্য দেখা গিয়েছে।