মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সারাবিশ্বের উন্নত দেশগুলি যখন জনসাধারণকে সুরক্ষা করতে গিয়ে দিশাহারা হয়ে পড়ছে সেসময়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে নিরাপদ সুস্থ রাখতে বাংলাদেশেও লকডাউন এবং সাধারণ ছুটি ঘোষণা করেন।
এই কঠিন দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে লকডাউনের মধ্যে মানবসেবায় ব্রত রয়েছেন এবং দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নারায়নগঞ্জ জজকোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে এবং কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের কৃতি সন্তান কাউসার আলম।
তিনি শনিবার নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্রীকে মোবাইল ফোনে ডেকে এনে গণধর্ষনের ঘটনায় গ্রেফতার হওয়া ৩ ‘ধর্ষক’ কে আদালতে হাজির করা হলে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিন আসামি মোমিন, রনি হাসান ও আমিন।
প্রসঙ্গত, বুধবার (৩ জুন) সন্ধ্যার পরে নাসিক ২৩ নং ওয়ার্ড স্বল্পের চর এলাকায় কাউন্সিলর দুলাল প্রধানের ফাঁকা বাড়ীতে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়।
এভাবেই তিনি লকডাউনের পর থেকেই ছুটির মধ্যেও দিন রাত কোর্টের সকল কাজ কর্ম নিরলস ভাবে করে যাচ্ছেন।