প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে। ডা. নাহিদ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাইদ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এক ক্ষুদে বার্তায় ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি জানান, হেলিকপ্টার রাত ৮টায় যশোর থেকে রওনা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে বিএএফ বেস বাশারে অবতরণ করবে।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে বেশকিছু চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ছয় চিকিৎসক। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। মারা গেছেন মোট ৮১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।