চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৩২ জনের শরীরে । এছাড়া এই দিন জেলায় এক চিকিৎসক সহ মৃত্যুবরণ করেছেন তিন জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১৩২ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে বিআইটিআইডি ৩৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৫৩ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেকে) ৪৬ জন শনাক্ত হয়েছে। তবে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ থাকায় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪৬৪ টি। এর মধ্যে ১৯২ টি বিআইটিআইডিতে, ১৩৫ টি সিভাসুতে এবং ১৩৭ টি চমেক ল্যাবে।
এদিকে, বৃহস্পতিবার ডা. মহিদুল হাসান নামে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ আরও দুই নারীর মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছে ৮৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন।