খুলনা টাইটানসের সামনে রানের পাহাড়, জিততে হলে করতে হবে ২১৫ রান। এবার বিপিএলের সবচেয়ে বড় সংগ্রহ, তা টপকানো বেশ কঠিন কাজ। মাহমুদউল্লাহর দল শেষ পর্যন্ত পারেওনি এই অসাধ্য সাধন করতে। তাই অনুমিতভাবে হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চিটাগং ভাইকিংস জিতেছে ২৬ রানের ব্যবধানে। বড় লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে খুলনার ইনিংস থামে ১৮৮ রানে।
অধিনায়ক মাহমুদউল্লাহ (৫০) ও ডেভিড ওয়াইজ (৪০) চেষ্টা করেছেন ঠিক, কিন্তু দলের হার এড়াতে পারেননি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং বিপিএলের সবচেয়ে বড় সংগ্রহ ২১৪ রান গড়ে। শুধু তাই নয়, এবারের আসরে প্রথম কোনো দল হিসেবে দ্বিশতকের বেশি রান করে। মুশফিকুর রহিম (৫২), ইয়াসির আলী (৫৪) ও দাশুন শানাকাদের (৪২*) করা দারুণ কয়েকটি ইনিংসের ওপর ভর করে এই রান গড়া সম্ভব হয়েছে তাদের।
ইনিংসে শুরুটাও দারুণ হয়েছিল চিটাগংয়ের। বরাবরের মতো আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ দলকে দারুণ সূচনা এনে দেন। তিনি ১৭ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তাই দলের সংগ্রহ বড় করতে অন্যদের জন্য কাজটা সহজ হয়েছে।
এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে আট পয়েন্ট ঝুলিতে পুরেছে চিটাগং। আর খুলনা সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতেই থেকে গেল।