রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় উৎসবে’ বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।
সকাল থেকে মিছিল নিয়ে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১১টার পর থেকে বাংলা একাডেমি, রমনা কালি মন্দির, টিএসসি ও চারুকলার সামনের প্রবেশ পথ উন্মুক্ত করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশের জন্য।
সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের ভেতরের পুকুরের পূর্বপাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। যার সামনের অংশ তৈরি করা হয়েছে দলীয় প্রতীক নৌকা আকৃতির। এছাড়া উদ্যানসহ আশপাশের এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্যসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশে অভিনন্দনপত্র পাঠ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।