দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত গুরুতর রোগীদের চিকিৎসায় প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতে অবস্থিত করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রেমডেসিভির প্রয়োগ শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ও বিশেষায়িত হাসপাতালগুলোর পরিচালকরা জানায়, গত শনিবার থেকে ওষুধ প্রশাসন অধিদফতর রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে রেমডেসিভির পাঠায় এবং মঙ্গলবার রেমডিসিভির হাতে পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষরা নিয়ম অনুযায়ী করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের শরীরে তা প্রয়োগ শুরু করে।
রেমডেসিভির প্রয়োগের নিয়ম ও কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে তারা আরো জানান, প্রাথমিকভাবে প্রথম দিনে করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের দুই ডোজ করে রেমডেসিভির দেয়া হয়েছে। পরে দ্বিতীয় দিন থেকে এক ডোজ করে দেয়া হচ্ছে। সর্বোচ্চ একজন রোগীকে ৫-১০ ডোজ করে রেমডেসিভির দেয়া হবে।
যেহেতু এটা মাত্র দুই-একদিন রোগীদের দেহে প্রয়োগ করা হয়েছে। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী, ভালো ফলাফলই দেখা যাবে।
এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভির হস্তান্তর করে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি