হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের গুদরিবাজার থেকে ডিগ্রি কলেজমাঠে স্থানান্তরিত কাঁচাবাজারের শতাধিক দোকান গত রবিবার প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ইতোপূর্বে গুদরিবাজারের শতাধিক দোকান প্রশাসন কর্তৃক সামাজিক দূরত্ব বজায় রেখে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে স্থানান্তর করা হয়।টিনের চালা ও পলিথিন ঘেরা এ অস্থায়ী দোকানগুলো গত ২৪ মে রাতে প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়বৃষ্টিতে অনেক দোকানের টিনের চালা ভেঙে উড়ে যায় ও চাল-ডাল লবন চিনিসহ অন্যান্য মালামালের ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা টাকার অভাবে এখন নূতন ঘর তৈরি ও মালামাল কিনতে পারছেন না। দোকানদার আনিসুর রহমান ও স্বপন সাহা তাদের ব্যাপক ক্ষতির কথা বলেছেন। এদিকে শিবদিঘি বাজার থেকে হ্যালিপ্যাড মাঠে স্থানান্তরিত কাঁচাবারেরও প্রায় অর্ধ শতাধিক দোকানের একই ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে একাধিক দোকানদার বলেন, ক্ষতিগ্রস্ত বাজার দু’টিতে এখন পর্যন্ত প্রশাসনের কেউ কিংবা জনপ্রতিনিধিদের কেউ খোঁজ খবর নিতে আসেনি। তারা অতি দ্রুত তাদের সহযোগিতা কামনা করছেন।