গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ এর মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ মে) রাতে জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খন্দকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে তা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল।ক্লিনিক্যাল ট্রায়ালের সব প্রস্তুতি ছিল। কিন্তু ওষুধ প্রশাসনের অনুরোধে আমরা ট্রায়াল বাতিল করেছি।এর আগে সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ মে) থেকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতিদিন ৫০ জন ব্যক্তির ওপর এই ট্রায়াল চালানো হবে।