মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে আজও রয়েছে যাত্রীদের চাপ। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে নির্বিঘ্নে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে ৭টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ভাবে যানবাহন চালাচ্ছে চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যাতায়াত করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজি ও পিকআপ ভ্যান।শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। তবে, বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।