একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিজয় উৎসবের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (১৯ জানুয়ারি) ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বিজয় উৎসব। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী দিনে দল ও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো তুলে ধরবেন। দেবেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। বিজয় উৎসব সফল করতে মহানগরীসহ আশপাশের জেলা এমনকি সারা দেশ থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিজয় উৎসবে বিপুল জনসমাগম ঘটানোর পাশাপাশি জনস্রোত তৈরি করা হবে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি এবং দলটির নেতৃত্বে মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়ে টানা তৃতীয়বাবের মতো সরকার গঠন করে।