হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০ মে বুধবার করোনা আক্রান্ত কামরুজ্জামান স্বাধীন মহুরিকে চিকিৎসা শেষে সম্পুর্ন সুস্থ করে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম। বাসায় যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, এম,ও(ডিসি) ডাঃ মোরশেদসহ চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : কামরুজ্জামান স্বাধীন মহুরির অসুস্থতাজনিত কারণে গত ৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গত ৭ মে ফলাফল পজেটিভ আসলে তাঁকে হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। এরপর ৭ম দিনে ও দশম দিনে পরপর তার দুইবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় স্বাধীন মহুরিকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেন স্বাস্থ্য বিভাগ।
প্রসঙ্গত: রাণীশংকৈল উপজেলায় মোট ৪ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।