মোঃ খোরশেদ আল, কুমিল্লা কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে একঝাঁক শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিনের উদ্যোগে ৯শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ধামঘর ইউনিয়নের অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন জাগ্রত সিক্সটিন। সংগঠনটি করোনা পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজস্ব অর্থায়নে গত কয়েকদিনে ৭৪০টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার চাপিতলা গ্রামে ১৬০ টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ৫কেজি আলু, ২কেজি পিঁয়াজ , ১কেজি আলু, ১লিটার তেল, ১কেজি চিনি, ২প্যাকেট সেমাই দেয়া হয়।
চাপিতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন এবং মোহাম্মদ বাসারের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপিতলা ইউনিয়নের চেয়ারম্যান, কাইয়ুম ভূইয়া,জাগ্রত সিক্সটিনের সভাপতি রাশেদ আলম, টিম মেম্বার কামরুল হাসান, হালিম শেখ, সজীব, আরিফ, সোহেল, শিহাব, ইব্রাহিম, সিরাজ, খায়রুল প্রমুখ।