উত্তর-পশ্চিম ইউরোপের দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড করোনার কারণে আরোপিত কড়াকড়ি লকডাউন সোমবার থেকে শিথিল করতে যাচ্ছে।
এদিন থেকে কাজে যোগ দিতে পারবেন এক লাখ কর্মজীবী। সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার এক বিবৃতিতে জানান, করোনার কারণে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা শুরু হবে ক্রমান্বয়ে। খবর সিএনএনের।
তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, লকডাউন শিথিল পরিকল্পনার প্রথম ধাপ শুরু করা নিরাপদ এখন।
যদি সব ঠিক থাকে তাহলে তিন সপ্তাহ পর পর লকডাউন শিথিলের নতুন ধাপ শুরু করবো। এ বিষয়ে সরকারের পরবর্তী পর্যবেক্ষণ আগামী ৫ জুনে হবে বলে তিনি জানান।
সরকারের নতুন নির্দেশনা অনুসারে, নাগরিকদের ঘরে থাকতে বলা হয়েছে। তবে বন্ধুদের বা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে যেতে পারবে। সেক্ষেত্রে চারজনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
এদিকে, দেশটিতে নতুন করে ১৫ জন মারা গেছেন, মোট মৃত্যু ১৫শ’ ৩৩ জনের। সরকার এবং জনগণের যৌথ প্রচেষ্টায় করোনা মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় আয়ারল্যান্ড। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি