ব্রাজিলে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কোয়ারেন্টাইন করা একটি বস্তিতে পুলিশের অভিযানে ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাজধানী রিও ডি জেনেরিও’র কাছে অবস্থিত কমপ্লেক্সো দো আলেমাও নামের ওই বস্তিতে মাদক চক্রের এক নেতাকে ধরতে পুলিশ অভিযান চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
পুলিশের অভিযোগ, অভিযানের সময় বস্তিটির বাসিন্দারা পুলিশকে বাধা দেয়। এর ফলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযান প্রসঙ্গে এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় মাদক চক্রের এক নেতার খোঁজে কোয়ারেন্টিনকৃত কমপ্লেক্সো দো আলেমাওতে তাদের তদন্ত দল প্রবেশ করলে বেশ কয়েক জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তির নাম প্রকাশ করা না হলেও কর্মকর্তারা জানিয়েছেন তিনি ২০১৬ সালে কারাগার থেকে পালিয়েছিলেন। অভিযানে নিহতদের মধ্যে ওই ব্যক্তিও রয়েছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আলেমাও কমপ্লেক্সে প্রবেশের পর তারা গ্রেনেড ও বন্দুক হামলার শিকার হয়। সংঘর্ষের পর রাইফেল ও গ্রেনেডসহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।
সংঘর্ষের পর রিও ডি জেনেরিও’র রাস্তায় মরদেহ রেখে বিক্ষোভ করে স্থানীয়রা। নিহতদের পরিবারের সদস্যদেরও সেখানে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। স্থানীয় আইনপ্রণেতা ফ্যাবিও ফেলিক্স এক টুইট বার্তায় লিখেছেন, ‘শারিরীক দূরত্ব? কার জন্য? গরীবের জীবনের মূল্য কিছুই না, মহামারির সময়েও না।’
রিও ডি জেনেরিও শহরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ২৬৪ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০৯ জনের। তবে প্রকৃত পক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি হয়ে থাকতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে।